Searching my own sky

Searching my own sky

Monday, May 30, 2011

লড়ছেন কাদের জন্য??

আনেক দিন পরে lunch invitation এ বিকাশ দা দের নতুন বাড়িতে গিয়েছিলাম। সে বিশাল এক বাড়ি। সমস্ত আসবাবপত্র ও বিদেশী। সে দারুণ ব্যাপার! দেখি বিকাশ দা বসে বসে নোট গুনতে ব্যাস্ত। আমায় বলেন, "আসলে বাজার বড় মন্দা বুঝলি? এর মধ্যে কি করে চলবে সেটাই ভাবছি।"
আমি একটু অবাক হই। "বাজার মন্দা?" আমি জিজ্ঞেস করি," তুমি কি কোন business শুরু করেছো নাকি? আমি তো জানি তুমি এক জন সরকারি অফিসার।"

 উনি বলেন, "আরে না না! আমার পেশা আমি পাল্টাই নি। যা ছিলাম তাই আছি রে। আমি বলছি লোক জন এখন খুব সেয়ানা হয়ে গেছে। অত সহজে ট্যাঁক থেকে কিছু বের করেনা আজ কাল। আগের সে যুগ আর নেই বুঝলি?"
আমি বলি, "তা বাড়িটা তো একেবারে ফাটাফাটি করেছো। বাজার মন্দা থাকলে করতে কি করে?"
ঠিক সে সময় বিকাশ দা র স্ত্রী বলেন, "এটা কি একটা বাড়ি হয়েছে নাকি?"
আমি অবাক! তা আমাদের মতো দেশে কোন সরকারি অফিসারের মুখ থেকে এসব শোনা টা খুব একটা অস্বাভাবিক নয়। বরং না শোনাটা ই "অস্বাভাবিক"।

শহরের এক ঝাঁ চকচকে  shopping  mall এ বাজার করার সময় দেখি একজন কে। নাম- রবি সরকার। পেশায় "সরকারি পিওন।"  তার ছেলে মেয়ে পড়ে শহরের এক দামি ইংরেজি স্কুলে। তার "life style" দেখলে সেটা বোঝা ভার যে সে "পিওন"!
দেশে যখনই ভ্রষ্টাচার র সম্পর্কে বলা হয় তখন মাথায় আসে, "2G spectrum" / common wealth games মত কিছু ঘটনা। মাথায় আসে ভ্রষ্ট কিছু নেতা বা  kalmadi র মত কিছু মানুষের কথা।
আচ্ছা ভারত বর্ষে এমন কতো  কোটি - বিকাশ দা বা রবি সরকার আছে সে খেয়াল কেও রেখেছে কি? বা সব দোষ রাজনৈতিক নেতাদের ওপর চাপিয়েই খালাস?
লোকপাল বিলের সমর্থনে যারা লড়ছেন, বা আন্না হাজারের মত মানুষেরা যারা নিজেদের কথা ভুলে লড়ে চলেছেন দেশ কে দুর্নীতি মুক্ত করতে, তাঁরা লড়ছেনই বা কাদের জন্য?