Searching my own sky

Searching my own sky

Sunday, July 31, 2011

পুতুলের ইতিকথা

 আমি একটা নতুন খেলার পুতুল;সবাই আমাকে ভালবাসে।
কখনো হাতে তুলে আদর করে , কখনো খেলে,
কখনো সুন্দর করে সাজিয়ে রাখে ওই সো কেস টার মধ্যে, আবার কখনো বা রাগ হলে
বাড়ির ছোট্ট মেয়েটা দেয় ছুঁড়ে ফেলে।যখন যা ইচ্ছে তাই করে।
যখন কোন অতিথি আসে ঘরে, সবার নজর আমার দিকেই পরে।

বছরের পর বছর ধরে এক জায়গায় এক ভাবে সবার মনোরঞ্জন করে  চলেছি আমি।
একদিন পুরনো হয়ে যাব। সময়ের ধুলো জমে যখন সব কিছু শেষ হয়ে যাবে;
তখন আর কারো নজর পড়বে না আমার দিকে।
আর পরলেও সে বলবে,"ছিঃ! কি নোংরা পুরনো পুতুল!"
একদিন যখন ফেলে দেবে ডাস্ট বিনে, সে দিন হয়তো ওরা 
কেও আমার কথা মনেও রাখবে না। আমার জায়গার বসবে অন্য কেও এসে।
সে দিন ই হয়তো মুক্তির স্বাদ খুঁজে পাব। হয়তো সেই আবর্জনায় খুঁজে  পাব,
আমারই মত ফেলে দেওয়া কোন বন্ধুকে।