Searching my own sky

Searching my own sky

Saturday, November 23, 2013

ভাবনা

 গল্প  লিখবো ভেবেছিলাম , কেন যেন  শব্দ খুঁজে পাই না ,
কবিতাই বা লিখব  কি ? আর ছন্দগুলো  মেলাতে পারিনা।
মনে পরে যায়  কিছু কথা, সে  বেশ কয়েক বছর আগের,
শব্দ, ছন্দ সব কিছু  ভালই  মনে আসত ;
কোন  কাজ কম্মও ছিলনা  তখন,
মনে  ছিল  অজস্র  এলোমেলো  ভাবনা।
সপ্তাহের  শেষে  শুধু অজুহাত  খোঁজা ,
একটু  যদি কথা বলতে পারি;
বলতাম,"দেখতো  কেমন লিখেছি?"
সব খুঁতগুলো  বেশ  ধরিয়েদিতে,
ধরিয়েদিতে  ভুলগুলো ।
কত  নতুন  নতুন  কথা  শেখাতে,
ধরে ফেলতে  কখন  দুঃখ  পাচ্ছি ,
না দেখেই।
কত  রাগ, দুঃখ , অভিমান,কতকিছু ,
তার হিসেব  রাখিনি।
সারা রাত জেগে  কত  চোখের  জল ফেলেছি  রাখিনি তারও হিসেব।
তর্কাতর্কি , ঝগড়াঝাঁটি,মনোমালিন্য , খুনসুটি -
সবের শেষে  জিজ্ঞেস  করা,
"শরীর  ভাল আছে  তো?"  "মন  ভাল আছে তো ?"
বসন্ত উৎসবে সেই আমার আঁকা  পলাশ ফুল,
সেই  রঙগুলো ,
সব  মনে  পরে।
আমি  আজও  হাসি  আগের মত,
তবে  হাসির  আড়ালের  দুঃখটা  কেও  কি  আর  ধরতে  পারে?
আজ  কোথায়  যেন  চলে গেছ ! শত চেষ্টা  সত্ত্বেও  পাইনি  তোমায়  খুঁজে;
হয়তো  মনেরই  ভুল ছিল , আর ছিল  পাগলামি;
তবু কেন  জানিনা, আজও  দিনের  শেষে  একবার  মনে মনে  জিজ্ঞেস  করি,
"শরীর  ভাল  আছে তো ?" "মন ভাল  আছে ?"




Tuesday, March 26, 2013

নতুন বসন্ত!


মৃদু মিষ্টি বাতাস, সূর্যালোকে আলোকিত নীল আকাশ; এক অদ্ভুত  অনুভুতি; সময়ের খেয়াল নাই,
                      বেলা বয়ে যায়, সব কাজ ফেলে আমি বসে আঙিনায়;
অলস মন , তাতে এলোমেলো ভাবনা যত , দুঃখ, যন্ত্রণা , অভিযোগ জমে আছে কত !
                             হাওয়ায় গালদুটি আলতো ভাবে ছুঁয়ে যায়,
                        পরশখানি বুঝিয়ে দেয় ,বসন্ত এসেছে আঙিনায়।
              আমার পথ হয়েছে রঙিন , তাতে ছুটে  চলেছি  একা উন্মাদের ন্যায়।
যতবার চেয়েছি নিজেকে রাঙাতে বসন্তের রঙে , দেখেছি রঙগুলো  কেমন যেন উধাও  হয়ে যায় !
                   আজ পলাশের বন দিচ্ছে হাতছানি , কোকিল গাইছে গান,
                                "হয়েছে সব যন্ত্রণা , মলিনতার অন্ত,
                   আজ কোন বাধা নেই, জীবনে এসেছে  নতুন বসন্ত !"