Searching my own sky

Searching my own sky

Sunday, June 5, 2011

দুর্যোগ

মেঘাচ্ছন্ন আকাশ , আচমকা নেমে আসে এক দমকা বাতাস।
নিয়ে যায় মুখের হাসিটাকে উড়িয়ে ;
জীবনের সব আশা আকাঙ্ক্ষা -সব কিছুকে যেন দেয় পুড়িয়ে ।
এ যেন নিয়তির কোন নিষ্ঠুর পরিহাস 
শেষ সম্বল টুকু হারিয়ে, রিক্ত হাতে দাঁড়িয়ে
আজ আমি সেই নিষ্ঠুর নিয়তির দাস।
জানিনা কখন এসেছিল সেই ঝড়,
 ভেঙে দিয়েগেছে সেই স্বপ্ন দিয়ে গড়া তাসের ঘর।  
অন্ধকারে মরিয়া হয়ে খুঁজছিলাম যে আলো খানি,
দুরে , বহু দুরে সে দিচ্ছে হাতছানি।




No comments:

Post a Comment