Searching my own sky

Searching my own sky

Sunday, December 4, 2011

গন্তব্য

                               নিজের গন্তব্য কি? কি জানি? সেই পথ কি কম খুঁজেছি ?
                                       বছরের পর বছর , মাসের পর মাস, দৌড়ে বেরিয়েছি,
                                                               তবু পাইনি খুঁজে ।
                                          শেষে ক্লান্ত হয়ে বলি , "আর নয়।অনেক হয়েছে।
                                      পথকে আর খুঁজবনা আমি, পথই আমাকে নেবে খুঁজে। "
                                               সেদিন থেকে বন্ধ করেদি সব পাগলামি।
                                          এক দিন দেখি সেই পথ ই যেন হাতছানি দিল।
                                                           ডাকল  নিজের কাছে ।
                                 কিন্তু আজও নিজের শেষ গন্তব্যস্থানটা কি জানতে বড় ইচ্ছে হয়।
                      কিন্তু সে এক কথা এখন ও বলি, "সেই আমাকে নেবে খুঁজে , আমি খুঁজবোনা তাকে।"




               
                                 

3 comments:

  1. আরও দূরে চলে যাও
    কিছুটা ধুলো মেখে বিরক্তির
    তারপর সরে যাবে এক একটা মাইলস্টোন
    কিছু দূরে দেখা যাবে অর্বাচীন এক
    জীবন নিয়ে করছে খেলা
    তাকে গিয়ে বল তার নাম কি
    সে বলবে অবসান

    ReplyDelete