Searching my own sky

Searching my own sky

Tuesday, January 18, 2011

আয়না

আয়নাটার দিকে তাকিয়ে দেখি আর ভাবি,
 এ বড় অদ্ভুত জিনিস , সবাইকে নিজের আসল চেহারা দেখায় ;
বিনা ভেজালের স্বচ্ছ প্রতিবিম্ব। 
মনে হল দেখিইনা এক বার তার সামনে দাঁড়িয়ে নিজের আসল চেহারা;
নিজের আসল প্রতিবিম্ব! 
কিন্তু কেন জানিনা তার সামনে দাঁড়িয়ে আর যেন নিজেকে খুঁজে পাইনা।
এ যেন অন্য এক চেহারা!
ক্লান্ত, পরিশ্রান্ত , ভীত , কুৎসিত এক চেহারা!
চোখের কোণে কালিটাও খুব স্পষ্ট !
নিজেকে এতটা কুৎসিত বলে তো জানতাম না আগে;
পরে বুঝলাম এ আয়না হল মনের আয়না!
পৃথিবীর যে কোন আয়নার চেয়ে স্বচ্ছ ।
এ শুধুই  বলে অপ্রিয় সত্য ।



No comments:

Post a Comment