Searching my own sky

Searching my own sky

Sunday, December 26, 2010

বেশ পরিণত !

মনে পরে যায় শীতের কোন এক রাতে পাগলের মত আইস ক্রিম খাওয়া,
মনে পরে নাগরদোলায় চড়ে  পাগলের মত চিৎকার করা,
যেন সারা পৃথিবী শুনছে আমার আওয়াজ;
আকাশটাকে মনে হত খুব কাছে,
ছোঁয়া বড় সহজ ।
ওভার ব্রিজটাতে দাঁড়িয়ে অস্ত যাওয়া সূর্যটাকে দেখতাম।
যেন লাল বড় আগুনের গোলা !
ব্রিজের নীচ দিয়ে ট্রেন চলে যেত দৌড়ে ।
হাসি, ঠাট্টা , গল্প হত! এক দিন সব কেমন যেন হারিয়ে গেল।
সেই চেহারাগুলো ও আজ ভুলে গেছি।
নতুন জগতে চলে এসেছি পুরনোগুলোকে ভুলে ।
আজ ওরা সব কেড়ে নিয়েছে,
কেড়ে নিয়েছে সেই শিশুসুলভতা,
বলে দিয়েছে ওরা , "এখানে প্রাণ খুলে হাসা নিষেধ,"
আজ গলা ফাটিয়ে চিৎকার করতে পারিনা।
আওয়াজটাকেও বন্ধ করে দিয়েছে।
আমার জীবন , সময়, আনন্দ কেড়ে নিয়েছে কতগুলো টাকার বিনিময়ে ওরা ।
একটা শিকল দিয়ে বেঁধে দিয়েছে হাত পা।
অন্যায় মুখ বুঝে সহ্য কর ,
আমারা  উঠতে বললে উঠবে , বসতে বললে বসবে।
আমরা যদি দিনকে বলি রাত, সেটাই  মানবে।
আজ নিজেকে অচেনা লাগে, সেই পাগলটাকে আর খুঁজে পাইনা।
আজ ওদের কাছে গোলামের মত মাথা হয়েছে নত ,
ওদের টাকাই আমাকে করে দিয়েছে বেশ পরিণত ।




1 comment:

  1. proti ta din ek notun paglami
    sudhu dekhar chokh bodlaay
    ei prithibi ki ba bole ki ese jaay.
    ami pagol hoi
    jedin ami chai.
    tai tomay dilaam upohaar
    hajaar notun paglami...
    r ek din...
    proti din.

    ReplyDelete