Searching my own sky

Searching my own sky

Wednesday, December 8, 2010

        পোস্টম্যান রোজকার মত বিলি করছিল চিঠি;
           তাকে দেখে, "ও পোস্টম্যান"-  বলে ডাকি।
              সে বলে, "আজ তোমার নেই যে চিঠি কোন!"
      আমি বলি, "আমার আছে অন্য কথা, সেটা আগে শোন।" 
    বলি ,-"পোস্টম্যান , তোমার তো দেখি সব ঠিকানাই জানা।
        আচ্ছা দিতেকি পার এক সত্যিকারের মানুষের ঠিকানা?"
     শুনে সে অবাক! বলে ," সত্যিকারের মানুষ? সে আবার কি?"
          আমি বলি, " জানিনা কে সে! কোথায় সে থাকে?
            জানিনা কোথায় খুঁজে পাব! কোন পথের বাঁকে ? "



         এক দিন তাকে খোঁজার জন্য নেমেছিলাম এই পথে,
               অগণিত মানুষের ভিড়ে খুঁজেছি অনেক তাকে।
            বদলে যাওয়া সময়ের সাথে বদলেছে পৃথিবীর রূপ!
                               বদলেছে মানুষও ।
           এই কুৎসিত মানুষগুলোর ভিড়ে আজও খুঁজি তাকে।
                মনে হয়, এই ভিড়েই কোনদিন খুঁজে পাব তাকে।


1 comment:

  1. a very beautiful thought with an innocent mind...and a very impulsive demand...

    kichu line amar keyboard theke...


    chithi chilo tomar ek khani
    naam na jana kono letter box a
    ashar kotha chilona tomar kache
    esechi bole khule dekho more aj
    j chilo bidesh bibhur pothe
    aj she peyeche tomar taar...

    a letter can every time and a life time
    changer...tai likhe jao chithi..
    aei nishidho ishihar gulo ekdin prokashito hobe
    akankhito chawar majhe natun deep jolbe...sediner
    sei postman aro ekbar bolbe...
    aei nao dhoro tomar chithi khani

    ReplyDelete