Searching my own sky

Searching my own sky

Thursday, December 2, 2010

পাল্টেছে যুগ !

           বেশ কিছু দিন আগে বাড়ি ফিরে যা দেখি, তা দেখে কামন লাগল তা ভাষায় বোঝানো বড় কঠিন । নিজের ঘরে গিয়ে বসে ভাবতে থাকি।

যখন ছোট ছিলাম, তখন বাড়ির বৈঠকে আমার দাদু, ঠাম্মা, আর বাড়ির বাকিরা থাকতেন। আর ছিল সেই বিশাল বাঁধিয়ে রাখা ছবিটা-আমার প্রপিতামহ শ্রীযুক্ত অলক রঞ্জন তালুকদার। যিনি তালুকদার উপাধিটা পেয়েছিলেন। অনেক গল্প শুনেছি ওনার। ওনার ব্যাক্তিত্ব কেমন ছিল। শুনেছিলাম ওনার জুতোর আওয়াজ শুনে লোকে ভয় পেত। কাঁপত । কতটা দাপুতে ছিলেন, তা আর বলার অপেক্ষা রাখেনা।
            দেখি ছবিটাকে  go down এ রেখে দেওয়া হয়েছে। সেই ছবির জায়গায় একটা অন্য নতুন পয়েন্টিং স্থান পেয়েছে।
আজ দেখি দাদু ঠাম্মার পুরনো আসবাবপত্রগুলো বাড়ি থেকে বের করে অন্য নতুন আসবাবপত্র এসেছে।
                     বলাই বাহুল্য , আমার কষ্ট হয়েছে। ভীষণ দুঃখ পেয়েছি। যুগ পাল্টায় , সময় পাল্টায় । সময়ের সাথে সব পুরনো হয়ে যায় । আমরাও হয়ে যাব । 

পাল্টেছে সময় , যুগ , মূল্যবোধ। পাল্টেছে আদর্শবাদের  পরিভাষা । আজ সুন্দর চেহারার প্রশংসা করলেও পুরনো হয়ে গেলে তা এক দিন ফেলে দেওয়া হবে ডাস্ট বিনে। 

No comments:

Post a Comment