Searching my own sky

Searching my own sky

Friday, March 11, 2011

অন্ধকার

অন্ধকারটা ভীষণ ভাল লাগে;

জীবনটা যখন সবকিছু পুড়িয়ে  ছারখাড় করে দেয়,
এই অন্ধকারটা কাজ করে এক Fire Extinguisher-এর ন্যায়;
জীবনের  প্রবল দাবদাহ থেকে সব সময় বাঁচায়।
এর ছোঁয়ায় যেন সব শান্ত হয়ে যায়।


অন্ধকারটা  ভীষণ ভাল লাগে;

কিন্তু হঠাৎ কেও  আলো জ্বেলে দেয়।
মনে হল কিছু কাঁচের টুকরো এসে পড়ল চোখে
তাকাতে খুব কষ্ট হয়;
অন্ধকার জগতটা বড়ই ভাল।
এই চোখ দুটো কেন জানিনা দেখতে চায়না পৃথিবীর কোন
ঝাঁ চকচকে আলো; তাকাতে যে ভীষণ কষ্ট হয়।
 এই অন্ধকারেই যেন এক সুপ্ত আশার আলো জাগে,
হয়তো সেই জন্যই অন্ধকারটা এত বেশি ভাললাগে।







No comments:

Post a Comment