Searching my own sky

Searching my own sky

Wednesday, March 30, 2011

লুকোচুরি খেলা

হয়তো তোমার মনে আছে , আমরা দুইজন আর আমাদের খেলা।
 আমাদের সবচেয়ে প্রিও সময়। সারা দিন শুধু খেলে খেলে বেড়ানো।
আর খেলতে খেলতে সবকিছু ভুলে যাওয়া।
একদিন খেলাটা জমে উঠেছিলো বেশ! সেই আমাদের লুকোচুরি খেলা।
আমি গেলাম লুকোতে, ভাবলাম খুঁজবে তুমি।
লুকিয়ে লুকিয়ে কেটে গেল বেশ কয়েকটা ঘণ্টা ,
তুমি তো আর এলেনা। বেরিয়ে এসে দেখলাম তুমি আর নেই।
ভাবলাম এ হয়তো তোমারই বানানো নতুন কোন খেলা।
শুরু করলাম খুঁজতে তোমায়।  মাঠেঘাটে বনে জংলে।সব খানে;
পেলামনা খুঁজে।
এভাবে কেটে গেলো কতোটা বছর।
কিন্ত ক্লান্ত হইনি, খুঁজেই চলেছি।
একদিন পেলাম তোমায় দেখতে,
দূর থেকে দেখলাম তোমায়, আজ ও খেলছ সেই এক খেলা।
কিন্তু আশেপাশে এরা কারা? কিছু অচেনা অজানা মুখ।
আজ মেতেছো  ওদের সাথে খেলায়।
বুঝলাম আজ আর প্রয়োজন নেই তোমার আমাকে।
ওদের সাথেই খেলা চলছে বেশ।
এবার আমার যাবার পালা।
আমাদের সেই খেলা হয়েছে শেষ।








No comments:

Post a Comment