Searching my own sky

Searching my own sky

Sunday, January 8, 2012

হাসতে ভালবাসি

যে দিন তাকে দেখেছিলাম প্রথম কলেজের ক্যাম্পাসে,
পরনে ছিল কালো একটা টি শার্ট , নীল রঙের জিন্স ,
সবার চেয়ে ছিল সে আলাদা!
ভিড়ে আলাদা করে চেনা যেত তাকে।
আমি সে দিন কিছু ভেবেছিলাম।



একদিন দেখলাম আমার সামনে দিয়ে চলে গেল,
অন্য কারো সাথে , তার হাত ধরে।
আমি সে দিন  হেসেছিলাম- নিজের ওপর।

যেদিন  বিশ্বের বাজারে নিজের আসল দামটা জানতে পারি,
সেদিনও কেমন যেন  বেপরোয়া ছিলাম।

যে দিন ওরা আমায় ডেকে স্পষ্ট করে বুঝিয়ে দিল
ওরা মালিক আর আমি কৃতদাস ;
সে দিন ও হাসতে হাসতেই সেই ঘর থেকে বেরিয়ে এসেছিলাম।


যে দিন দুঃস্বপ্ন ঘুমটাকে ভাঙিয়ে দিল,
সে দিন দৌড়তে দৌড়োতে বাইরে গিয়ে তাকালাম ওই উদীয়মান সূর্যটার দিকে।
সমস্ত অন্ধকারকে দুর করে চারিদিক আলোয় ভরিয়ে দিয়েছে।
সে দিন আর সেই মিথ্যে হাসি হাসিনি । সেদিন হাসিটাতে কিছুটা হলেও
সত্যতা ছিল।
বুঝলাম সেই দিন, জীবন যতই খেলা খেলুক , কাঁদাক , 
ওলট পালট করে দিক  সব কিছু ;
সে সত্যি হোক বা মিথ্যে হাসি,
আমি হাসতে সত্যিই ভীষণ ভালবাসি ।


No comments:

Post a Comment