Searching my own sky

Searching my own sky

Sunday, January 22, 2012

ত্রুটিপূর্ণ চরিত্র !

              
               যদি নিজেকে কল্পনা করি কোন গল্পের চরিত্র হিসেবে,
                    মনে হয় চরিত্রটা বড়ই ত্রুটিপূর্ণ , অসম্পূর্ণ ;
                    কত যে খুঁত রয়েছে এতে সে আর বলার নয়।
                               বিভ্রান্ত, বিদ্ধস্ত একটা চরিত্র;
                    প্রতি মুহূর্তে  এক অজানা ভয় তাকে গ্রাস করে;
                  তবে ভয়টা ঠিক কিসের বুঝে উঠতে পারেনা।
                রোজ কেউনা কেউ এসে অনেক উপদেশ দিয়ে যায়।
               চরিত্রটার খুঁতগুলোকে ঠিক কি ভাবে শোধরানো যায় -
                                 তা নিয়ে জল্পনার অন্ত নাই।
               সে যতই চেষ্টা করুক, পাল্টাবেনা কোনদিন এই চিত্র;
                         
          কারণ এ এক ভীষণ ত্রুটিপূর্ণ চরিত্র ।


2 comments: