Searching my own sky

Searching my own sky

Friday, October 28, 2011

ভাইফোঁটা

              আজকের দিনে মন খারাপ হওয়া নতুন কিছু নয়। বেশ কয়েক বছর ধরেই দিনটা আসলে মন ভীষণ উদাস হয়ে যায় । সত্যি কথা বলতে , ছোটবেলা থেকে বড়বেলায় আসার পর এই ঘটনা প্রায় ঘটে । কিছু একটা ছোটবেলায় ছিল যা এখন ভীষণ মনে পরে। 
              ছোটবেলায় আমি বাবাই এর সাথে ঠাম্মার বাড়ি(Talukdar house)  যেতাম । আমি দৌড়োতে দৌড়োতে গিয়ে জড়িয়ে ধরতাম। ওনাকে দেখে মনে হতো -কোন এক রানী সিংহাসনে বসে আছেন। তার চারিদিকে ঘিরে থাকতো আমার খুড়তুতো পিসতুতো ভাই বোনেরা ; উনি এমন মানুষ ছিলেন যিনি পরকেও আপন করে নিতে পারতেন। উনি সারা জীবনে কতো মানুষকে নতুন জীবন দিয়েছিলেন তা হয়তো নিজেও জানতেন না। এক সময় আমাদের জমিদার বাড়িতে নিচু জাতি বা অন্য  ধর্মের মানুষের প্রবেশ নিসিদ্ধ ছিল। উনি সমস্ত সংকীর্ণতার বেড়া ভেঙ্গে ছিলেন। বাড়িতে জাতি ধর্ম নির্বিশেষে সকলের প্রবেশের পথ খুলে দেন।


 কথা  হচ্ছিল ভাইফোঁটার । সকলকে ফোঁটা দেওয়া হত। দাদারা কেও দশ, কেও কুড়ি টাকা  দিত। সেটা নিয়ে বাইরে বেরিয়ে আইস ক্রিম বা কোল্ড ড্রিঙ্ক খেতাম সবাই মিলে। তার পর পাঁচিল বেয়ে একবার গার্লস স্কুলে ঢোকার চেষ্টা করেছিলাম । অনির্বাণ আর অভিষেক -আমার চেয়ে ৪ বছরের বড় , দুষ্টুমি করে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে ঠা ম্মার কাছে নালিশ করি । তার পরে দুই জনের কি হয়েছিল তা ওদের সারা জীবন মনে থাকবে। কান ধরে উঠ বস করিয়েছিলেন। উনি আমার জন্য নতুন জামা লুকিয়ে রাখতেন কাওকে না দেখিয়ে ।চুপটি করে দিয়েদিতেন ।
দুপুরে জমিয়ে খাওয়া । পোলাও , গলদা চিংড়ি , মাংস আরও কতো কি! বাড়িতে কি হৈ চৈ । দুপুরে লড়াই হতো কে ঠা ম্মার পাশে শোবে।
বাবাই, জ্যাঠামশাইরা , দাদু, ছোট দাদু, কাকুরা খেলার আলোচনা , তর্ক বিতর্কে ব্যস্ত থাকতেন। ইস্ট- বেঙ্গল , মোহনবাগান নিয়ে বিতর্ক ছিল তুঙ্গে ।
সোনামা মানে আমার মেজ জেঠীর আদর খেতে খুব ভাল লাগত। 


আমি আর অভিষেক দুষ্টুমির নতুন নতুন উপায় খুঁজতাম । ও মেঝেতে পাওডার  ফেলে রাখত । আমারা বিছানার তলায় লুকিয়ে থাকতাম 'দেখি কে আগে পরে' । আমাদের দুষ্টুমি থামানোর জন্য লাল কাকা আমাদের বই এর দোকানে নিয়ে যেতেন । আর প্রচুর গল্পের বই কিনে দিতেন । ব্যাস আমরা চুপ । আমাদের কাকিমা শান্ত ভাবে বই পড়তে দেখে বলতেন, "এরা কে? এতো শান্ত ! এদের তো চেনাই যায়না !"
মহুয়া দিদি কে দেখে ভাবতাম-কি সুন্দর দেখতে ও ! ওর মুখে বিউটি স্পট ছিল। আমি পেন্সিল দিয়ে সে রকম আঁকার চেষ্টা করতাম। সবাই কি হাসত ।
বিকেলে একটা ছোটখাটো অনুষ্ঠান হতো ;যে যা  পারে তা তাকে করে দেখাতে হতো ; কেও নাচ , কেও গান, কেও তবলা । মেজ জ্যাঠামশাই সব সময় একটাই গান আমাকে গাইতে বলতেন-" এই লভিনু সঙ্গ তব"। ঠাম্মা বাবাই কে বলতেন , "ওরে মিলন, মিমিকে classical music শেখা ! ওর গলা ভীষণ ভাল।"
সন্ধ্যেবেলায় বাড়ি ফিরতে বড় মন খারাপ করতো।
আজ অনেক বছর কেটে গেছে । আজ ঠাম্মা , দাদু, লাল কাকা, মেজ জ্যাঠামশাই কেও নেই। রীতিনীতি আজও আগের মতো কিন্তু নেই সে আন্তরিকতা , সেই ভালোবাসার ছোঁয়া , না সেই শিশুসুলভটা ।
আমরা বড়ো হয়েগেছি । নিজের নিজের কর্ম জীবনে ব্যস্ত ।
এই দিনে মন উদাস থাকার কারণ হয়তো  এই নয় যে আমার কোন ভাই নেই। যা নেই , তা নিয়ে আফসোস করা অযৌক্তিক । মন খারাপ হয় পুরনো দিনগুলিকে হারিয়ে ।

Wednesday, October 26, 2011

শৈশব ও ভবিষ্যৎ

শৈশবের জগৎ টা থেকে এক দিন দিই ভবিষ্যৎ জগতের দিকে উঁকি ,
এ যেন এক অচেনা অজানা জগত দেখি।
 কতো অজানা জিনিস, চোখ ধাঁধানো আলো ,
কোনটা ছেড়ে কোনটা দেখি , সবই নতুন , সবই ভীষণ ভাল ।
সেই ভবিষ্যৎ জগৎ  যেন দেয় হাতছানি ,
উড়ে যেতে চায় সে দিকে আমার ছোট্ট মনখানি ।
আমি বলি , "একটু দাঁড়াও ! করো একটুখানি অপেক্ষা ;
কালের নদীতে খেয়া বেয়ে একদিন বড় হয়ে যাব ;
সে দিন নিশ্চয়ই তোমার জগতে গিয়ে পৌঁছব ;
একদিন হয়তো শেষ করে ফেলবো সম্পূর্ণ encyclopedia ;
সে  দিন পাল্টে যাবে সব কিছু,
হয়তো সে দিন থাকবেনা এই শিশুসুলভতা , থাকবেনা এই নিস্পাপ মন।
তবে কালের নদী্তে  জ্ঞানের তরী বেয়ে দেখো এক দিন ঠিক পৌঁছে যাব সেখানে;
সে দিন ঠিক হবে দেখা ;তাই বলি ,'একটু দাঁড়াও ! করো  একটু  খানি অপেক্ষা !





Saturday, October 22, 2011

আমায় ডাকে

        এই নিষ্ঠুর জীবনযন্ত্রের জাঁতাকলে পিষে,
নিজের সব স্বপ্ন , ইচ্ছেগুলোকে জলাঞ্জলি দিয়ে,
বীভৎস  বাস্তবের মুখমুখি হয়ে জীবনকে বলি ,
"তুই  কুৎসিত !  তুই নিষ্ঠুর ! তুই হৃদয়হীন! "
আশার আলো মনে হয় ধীরে ধীরে হয়ে আসছে ক্ষীণ!
যখন হারিয়ে যাই,শব্দ কোলাহল মানুষের ভিড়ে,
ভাবি কবে জীবনের এই তরী কবে আসবে তীরে।
নিজেকে উন্মাদের মত খুঁজেও যখন পাইনা খুঁজে,
তখন জীবনকে বলি -"তুই কুৎসিত !"
আমি যতই তাকে ঘৃণা করি সে ততই দূরে দাঁড়িয়ে মুচকি হাসে;
সে হাতছানি দিয়ে ডাকে , বলে -"কাছে আয় ! "






Thursday, October 6, 2011

রূপকথা ও বাস্তব

                রূপকথার গল্প পড়ার নেশা ছোটবেলা থেকে!
তাই একটা "রূপকথার" গল্প হিসেবে কল্পনা করি এই জীবনটাকে,
             কিন্তু রূপকথা আর বাস্তব কি  এক দুটোই?
                       তার উত্তর কই ?
গল্পের সেই পক্ষীরাজ ঘোড়া , আর সেই রাজপুত্তুর;
কেমন সে রাক্ষসদের হারিয়ে নিয়ে যায় রাজকন্যাকে ।
" আর তার পর তারা সুখে শান্তিতে থাকে  ।"
হয়তো সেই রাজপুত্র আছে কোথাও দূর দেশে,
 এই আশায় দিন যায় ভেসে ।
ছোটবেলা থেকে যখন  বড়বেলায়  পৌঁছলাম ,
দেখি বাস্তব জগৎ টা রাক্ষসে ভর্তি ;
কই সেই রাজপুত্র?
সেই অপেক্ষায় আছি বসে। 
সে আসবে কি আসবেনা, সে রহস্য  যে অজানা ;
এই পার্থক্য বাস্তব আর রূপকথার হয় ।
"সুখ " আর "শান্তি " শব্দ দুটো রূপকথাতেই মানায়।