Searching my own sky

Searching my own sky

Saturday, October 22, 2011

আমায় ডাকে

        এই নিষ্ঠুর জীবনযন্ত্রের জাঁতাকলে পিষে,
নিজের সব স্বপ্ন , ইচ্ছেগুলোকে জলাঞ্জলি দিয়ে,
বীভৎস  বাস্তবের মুখমুখি হয়ে জীবনকে বলি ,
"তুই  কুৎসিত !  তুই নিষ্ঠুর ! তুই হৃদয়হীন! "
আশার আলো মনে হয় ধীরে ধীরে হয়ে আসছে ক্ষীণ!
যখন হারিয়ে যাই,শব্দ কোলাহল মানুষের ভিড়ে,
ভাবি কবে জীবনের এই তরী কবে আসবে তীরে।
নিজেকে উন্মাদের মত খুঁজেও যখন পাইনা খুঁজে,
তখন জীবনকে বলি -"তুই কুৎসিত !"
আমি যতই তাকে ঘৃণা করি সে ততই দূরে দাঁড়িয়ে মুচকি হাসে;
সে হাতছানি দিয়ে ডাকে , বলে -"কাছে আয় ! "






No comments:

Post a Comment