Searching my own sky

Searching my own sky

Wednesday, October 26, 2011

শৈশব ও ভবিষ্যৎ

শৈশবের জগৎ টা থেকে এক দিন দিই ভবিষ্যৎ জগতের দিকে উঁকি ,
এ যেন এক অচেনা অজানা জগত দেখি।
 কতো অজানা জিনিস, চোখ ধাঁধানো আলো ,
কোনটা ছেড়ে কোনটা দেখি , সবই নতুন , সবই ভীষণ ভাল ।
সেই ভবিষ্যৎ জগৎ  যেন দেয় হাতছানি ,
উড়ে যেতে চায় সে দিকে আমার ছোট্ট মনখানি ।
আমি বলি , "একটু দাঁড়াও ! করো একটুখানি অপেক্ষা ;
কালের নদীতে খেয়া বেয়ে একদিন বড় হয়ে যাব ;
সে দিন নিশ্চয়ই তোমার জগতে গিয়ে পৌঁছব ;
একদিন হয়তো শেষ করে ফেলবো সম্পূর্ণ encyclopedia ;
সে  দিন পাল্টে যাবে সব কিছু,
হয়তো সে দিন থাকবেনা এই শিশুসুলভতা , থাকবেনা এই নিস্পাপ মন।
তবে কালের নদী্তে  জ্ঞানের তরী বেয়ে দেখো এক দিন ঠিক পৌঁছে যাব সেখানে;
সে দিন ঠিক হবে দেখা ;তাই বলি ,'একটু দাঁড়াও ! করো  একটু  খানি অপেক্ষা !





No comments:

Post a Comment