Searching my own sky

Searching my own sky

Thursday, October 6, 2011

রূপকথা ও বাস্তব

                রূপকথার গল্প পড়ার নেশা ছোটবেলা থেকে!
তাই একটা "রূপকথার" গল্প হিসেবে কল্পনা করি এই জীবনটাকে,
             কিন্তু রূপকথা আর বাস্তব কি  এক দুটোই?
                       তার উত্তর কই ?
গল্পের সেই পক্ষীরাজ ঘোড়া , আর সেই রাজপুত্তুর;
কেমন সে রাক্ষসদের হারিয়ে নিয়ে যায় রাজকন্যাকে ।
" আর তার পর তারা সুখে শান্তিতে থাকে  ।"
হয়তো সেই রাজপুত্র আছে কোথাও দূর দেশে,
 এই আশায় দিন যায় ভেসে ।
ছোটবেলা থেকে যখন  বড়বেলায়  পৌঁছলাম ,
দেখি বাস্তব জগৎ টা রাক্ষসে ভর্তি ;
কই সেই রাজপুত্র?
সেই অপেক্ষায় আছি বসে। 
সে আসবে কি আসবেনা, সে রহস্য  যে অজানা ;
এই পার্থক্য বাস্তব আর রূপকথার হয় ।
"সুখ " আর "শান্তি " শব্দ দুটো রূপকথাতেই মানায়।


5 comments:

  1. আপনার অমন সুন্দর পাগলামি চলতে থাকুক!

    ReplyDelete
  2. অনেক ধন্যবাদ

    ReplyDelete
  3. মনে পড়ল একটা কবিতার কথা । পড়ার আমন্ত্রণ:
    https://www.facebook.com/photo.php?fbid=261749157174886&set=a.261748827174919.85969.261566590526476&type=3

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete