Searching my own sky

Searching my own sky

Saturday, November 5, 2011

অধিকার

            আমি আইনের ছাত্রী না হলেও আইনের বিষয়ে কিছু  জ্ঞান হয়তো রাখি। দেশের একজন "নাগরিক" হিসেবে  এতটুকু অন্তত  পক্ষে জানা উচিত বলে আমি মনে করি। "শিক্ষার অধিকার" আমাদের সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সংবিধান আমাদের অনেক অধিকার দিয়ে থাকে কিন্তু কোনটা মানা হবে বা কোনটা মানা হবেনা সে টা জনগণের মর্জির ওপর নির্ভর করে। এদেশে সকলেরই কি শিক্ষার অধিকার আছে? "শিক্ষার" কথা আপাতত ছেড়ে দিলাম। এদেশের দরিদ্র  মানুষের স্বপ্ন দেখার অধিকারই বা  কতটুকু সে ব্যাপারেও আমার সন্দেহ আছে।

        স্কুলে ১৪ তারিখে একটা বড় অনুষ্ঠান আছে ।তাই এখন নিশ্বাস নেবার সময় টুকু আমাদের নেই। আমরা আজ মীটিং এ ছিলাম। স্কুল আজ প্রায় ফাঁকা ,শনিবার । তাই স্কুল হেড এর ঘরে বসেই দরজা খুলে মীটিং হচ্ছিল । বিভিন্ন ব্যাপারে আলোচনা হচ্ছিল । বড় বড় ভিআইপি , মিডিয়া আসবে। আর mentor group এর সদস্যরা ও থাকবেন।
হঠাৎ  খোলা দরজা দিয়ে বাইরের দিকে চোখ চলে যায় । যা দেখি তা দেখে মনে হল, কেন দরজাটা খোলা ছিল! বন্ধ থাকলে হয়তো সে দৃশ্য দেখতে হতোনা । এমন কিছু নতুন না হলে ও এসব ঘটনা কিছু প্রশ্ন চিহ্ন লাগিয়ে দেয় আমাদের সমাজব্যাবস্থার ওপর। 

            দেখি এক মহিলা, পরনে জীর্ণ মলিন শাড়ি । হাতে প্লাস্টিকের প্যাকেট, উসকো  খুসকো  চুল ;সাথে একটা ছোট্ট ছেলে। ভেতরে ঢোকার চেষ্টা করছে প্রাণপণে কিন্তু দারোয়ান কিছুতেই ঢুকতে দেবেনা। বলছে, "ও খুব ভাল পড়াশোনায় জান? ও সব পারে..."  দারোয়ান বলে, "সে হোক ! তাতে কি? যাও অন্য কোথাও !" তাড়িয়ে দেয়।

      দারোয়ানের বলা উচিত ছিল, "পড়াশোনায় ভাল মন্দ হওয়াতে কিছু যায় আসেনা,  পকেটে টাকা আছে? "
"মৌলিক অধিকার" "টধিকার" ওসব  চুলোয় যাক , টাকা দিয়ে শিক্ষা কেনাটাই আজ মৌলিক অধিকার।
আমার ভূমিকা কি?

অবশ্যই নীরব দর্শকের ।

4 comments:

  1. Kichhu kortei hobe. Aar kauke jagaabar aage nijeke jaagte hobe. Aar kaarur jonye opekkha korar shomoy nei...ashohayota-ta aar ojuhaat kora jaachhe naa. Shotti!

    ReplyDelete